ময়মনসিংহে ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে শিক্ষা তথ্য মেলা অনুষ্ঠিত

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি :
রিহ্যাবিলিটেশন স্বাস্থ্য সেবায় চিকিৎসক হিসেবে ক্যারিয়ার গড়ার সূবর্ণ সুযোগ তৈরি করার লক্ষ্যে ময়মনসিংহের মাসকান্দাস্থ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস সেন্টারে ভর্তি ও শিক্ষা তথ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে  ।
ভর্তি ও শিক্ষা তথ্য মেলায় শতভাগ চাকুরীর নিশ্চয়তার  প্রতিশ্রুতি নিয়ে আয়োজিত মেলা নিয়ে ময়মনসিংহ  কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস এর সহকারী পরিচালক ইমরান আহমেদ বলেন,  আমাদের এই প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও চিকিৎসা অনুষদের অধীনস্থ ।  এখানে ৫ (পাঁচ) বছর মেয়াদী  ব্যাচেলর অব সায়েন্স ইন – (১) ফিজিওথেরাপি ( ২)অকুপেশনাল থেরাপি(৩) স্পিচ এণ্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি  স্নাতক প্রোগ্রামটি সম্পন্ন করে স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টগণ সুনামের সাথে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং অনেকই নিজ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছেন ।
  ভর্তি ও শিক্ষা তথ্য মেলায়  বিভিন্ন স্টলের মাধ্যমে ময়মনসিংহ  কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস সম্পর্কে ছাত্রছাত্রী এবং সর্বসাধারণের মাঝে তুলে ধরে  হয়  । চল গলপের দায়িত্বে ছিলেন বিভিন্ন কোর্সের ছাত্র-ছাত্রীরা ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ময়মনসিংহে ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে শিক্ষা তথ্য মেলা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ