সুইডেন রাষ্ট্রীয় মদাদ কোরআন পোড়ানোর ঘটনায় ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি :-
৭জুলাই শুক্রবার, বাদ জুমা ময়মনসিংহ বড় মসজিদ প্রাঙ্গণে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’র আয়োজনেে সুইডেন রাষ্ট্রীয় মদাদ কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ।
ইত্তেফাকুল উলামা কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে সুইডেন রাষ্ট্রীয় মদাদ কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদী, মুফতী মুহিব্বুল্লাহ, মাওলানা মুহাম্মাদ ইবনে হাফেজ্জী, মুফতী মাহবূবুল্লাহ, মুফতী আমীর ইবনে আহমদ প্রমুখ ।
প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন, সুইডেন এর আগেও আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের অবমাননা করেছে, আমরা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে সু বিচারের দাবি জানাচ্ছি, আমরা যেহেতু সুইডেন দেশে যেতে পারবো না তাই বাংলাদেশের মুসলমান হিসেবে আমাদের এ জবান দিয়েই প্রতিবাদ করতে হবে । আমরা গণমাধ্যমের মাধ্যমে এও জানতে পেরেছি যে সুইডেনে মুসলমানদের উপর ওই দেশের সরকার নানানভাবে অত্যাচার করছে সে দেশের জনগণ মুসলমানদের মেয়েদের রাস্তাঘাটে বের হতে দিচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এছাড়াও আমরা আশা করব বাংলাদেশ সরকার সহ অন্যান্য রাষ্ট্র সুইডেন থেকে আমদানিকৃত পণ্য রপ্তানি এমনকি ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করবে…..।
প্রতিবাদ সমাবেশ শেষে সার্বিক মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এতে ইত্তেফাকুল ওলামার ডাকে শহরের বিভিন্ন থানা থেকে মুসল্লিগণ মিছিল সহকারে সমাবেশ তলে এসে উপস্থিত হয় ।