গোপালপুরে বৈরান নদী সাঁতরে পার হওয়ার সময় বৃদ্ধার মৃত্যু

 

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা ইউনিয়নের মাকুল্যায়, সাঁতরে বৈরান নদী পার হবার সময় বারেক (৬৫) নিখোঁজ হওয়ার পর ডুবুরি দলের সহায়তায় স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করেন।
মৃত বারেক সেনের মাকুল্যা গ্রামের মৃত বাহাজ আলীর পুত্র, শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আ. মালেক জানান, বৃদ্ধ বারেক ষ্টোক জনিত কারণে দীর্ঘদিন ধরে মানসিক রোগী হিসেবে জীবন যাপন করে আসছিলেন, হঠাৎ সেনের মাকুল্যা গোরস্থান পাড় থেকে নদী সাঁতরে অপর প্রান্তে যাবার সময় মাঝ নদীতে স্রোতের টানে নদীতে ডুবে যায়। খবর পেয়ে
টাংগাইল থেকে আগত ডুবুরি দলের দুইটি ইউনিট, স্থানীয়দের সহায়তায় সন্ধান চালিয়ে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন। এখন আমরা তার দাফনের প্রস্তুতি নিচ্ছি।
গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গোপালপুরে বৈরান নদী সাঁতরে পার হওয়ার সময় বৃদ্ধার মৃত্যু
সর্বশেষ সংবাদ