ভূরুঙ্গামারীতে ঈদের দিনে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ঈদের দিনে পরিবারে নেমে এলো শোকের ছায়া। ঈদের দিনে সবাই যখন আনন্দ উল্লাসে দিন কাটায় তখনই একটি পরিবারে নেমে আসে ছেলে হারানো কান্নার শোক।
ঈদের দিন বৃহস্পতিবার (২৯জুন) ভূরুঙ্গামারী উপজেলা শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গার চারমাথা এলাকায় পানিতে ডুবে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।সে ঐ এলাকার  আলাল উদ্দিন ছেলে আবীর হোসেন। শিশুটির পরিবার সূত্রে জানা যায় ঈদের দিন বাড়িতে সবাই যখন কুরবানী কাজ নিয়ে ব্যস্ত সবার অজান্তে শিশুটি গোসল দেওয়ার জন্য পুকুরে নামে।
  গোসল শেষে সে আর পুকুর থেকে উঠতে পারেনি। তাকে অনেকক্ষণ না দেখে পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরে পুকুরের  পানিতে শিশুটির লাশ ভেসে থাকতে দেখতে পান পরিবারের সদস্যরা। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
 ভূরুঙ্গামারী থানার পরিদর্শক (তদন্ত) আজহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ভূরুঙ্গামারীতে ঈদের দিনে পানিতে পড়ে শিশুর মৃত্যু
সর্বশেষ সংবাদ