সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে আগুন
মো: আব্দুস সালাম, সুনামগঞ্জ প্রতিনিধি:
রাতের আধারে দুবৃত্তদের দেয়া আগুনে পুড়লো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা গ্রামের এক প্রবাসী বিএনপি নেতার বাড়ি। রাতের অন্ধকারে প্রবাসীর বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে দিক বিদিক ছুটাছুটি শুরু করেন এলাকার লোকজন। আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হন বাড়ির লোকজন।
আগুন নিয়ন্ত্রণ করতে স্থানীয় বাসিন্দারা একযোগে সনাতন পদ্ধতিতেই কাজ করেন। তবে ততোক্ষণে ঘর ভষ্মিভুত। লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই। গত শুক্রবার দিবাগত রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রবাসীর পারিবারি সুত্র জানায়, ফরহাদ আহমদ রাজিদ দির্ঘদিন ধরেই বিএনপির স্থানীয় নেতা ছিলেন, পরবর্তীতে প্রবাসে পাড়ি জমালে লন্ডন বিএনপির অন্যতম সদস্য হিসেবে দলীয় কর্মকান্ড পরিচালনা করে আসছেন।
কিন্তু তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে ও তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকান্ড পরিচালনা করে তাকে বিপদে ফেলতে একটি
সংঘবদ্ধ চক্র বহুদিন ধরেই কাজ করে আসছে। এসব ছাড়াও তার রাজনৈতিক প্রতিপক্ষ থাকায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। দুবৃত্তদের দেয়া এই আগুন পরিকল্পিত বলেই উল্লেখ করছেন বাড়ির লোকজন।
শুক্রবার মধ্যরাতে দেয়া আগুনের ব্যপারে প্রবাসী বিএনপি নেতা ফরহাদ আহমদ রাজিদের মামাতো ভাই মিনার মিয়া বলেন “ আমি রাতে অন্যান্য দিনের মতোই খেয়ে ঘুমিয়ে পরি, রাত প্রায় ১টার দিকে হঠাৎ রাজিদের বাড়িতে আগুনের ঘটনা শুনতে পেয়ে দৌড়ে সেখানে যাই, গিয়ে দেখি টিনের ঘরটি দাউ দাউ করে জ্বলছে, কে বা কারা আগুন দিয়েছে কেউ বলতে পারছেনা, আমরা এলাকার লোকজন আগুন নেভাই, রাজিদের সঙ্গে এলাকায় রাজনৈতিকভাবে অনেক শত্রু সৃষ্টি হয়েছে সেটা আমরা সবাই কম বেশি জানি, হুমকি ধমকিও কম নয়, দেশে যাতে না আসে সে বিষয়েও রাজিদকে হুমকি দেয়া হয়েছে বলে আমরা জেনেছি, কিন্তু এভাবে বাড়িতে আগুন দেয়ার মতো সাহস কেউ করবে আমরা কখনো কল্পনাও করিনি, আগুন নেভাতে গিয়ে আমার পায়ে ঘরের একটা অংশ পরে যায়, এতে বা পায়ে অগ্নীদগ্ধ হয়েছি”।
লন্ডন প্রবাসী বিএনপি নেতা ফরহাদ আহমদ রাজিদ হোয়াটসঅ্যাপে জানান‘ এলাকায় থাকতে রাজনৈতিক অনেক ঝামেলায় পরেছি, তবে সম্প্রীতি বজায় রেখেই চলতাম, কিন্তু বিদেশে আসার পর থেকে বিরোধ নানাভাবে, আমাকে দেশে আসতেও হুমকি ধমকি দিয়ে ভয় ভিতি দেখানো হয়েছে, কিন্তু আমার বাড়িতে এভাবে কেউ আগুন দেবে সেটা বুঝতে পারিনি, দেশে থাকতে আমার বিরুদ্ধে রাজনৈতিক মামলাও দেয়া হয়েছে, যাতে আমি ভালো কিছু করতে না পারি, আমি জীবনের নিরাপত্তা চেয়ে আইন শৃংখ্যলা বাহিনীর কাছে ব্যাপারটা জানিয়েছি, বাড়িতে আগুন দেয়ার বিষয়টি লিখিতভাবে জানিয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী ফরহাদ আহমদ রাজীদের মামাতো ভাই মিনার মিয়া।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান বলেন‘ আমি এখনো লিখিত অভিযোগটি হাতে পাইনি, অভিযোগ পেলে তদন্তসহকারে আইনি ব্যবস্থা নেয়া হবে।”