অজ্ঞান ও মলম পার্টির বিরুদ্ধে অভিযান চলমান: আইজিপি
সদরুল আইনঃ
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঈদ আসলে জাল টাকার ছড়াছড়ি হয়।
ইতিমধ্যেই জাল টাকার কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞান পার্টি, মলম পার্টি তাদের বিরুদ্ধেও অভিযান চলমান রয়েছে।
শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আইজিপি বলেন, গাজীপুর ও ঢাকা থেকে এক সময়ে যাত্রী বের হবে। এ সময় একটু সাময়িকের জন্য যানজট হতে পারে। আমরা প্রস্তুত থাকবো, যেকোনো সমস্যা মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান, ডিআইজি মোজাম্মেল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম, গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।