চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

সদরুল আইন, প্রতিনিধি:
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে আজ শনিবার (২৪ জুন) থেকে। যা চলবে ২৬ জুন (সোমবার) পর্যন্ত। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে চলবে এই কার্যক্রম।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং কোনও প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
এ ছাড়া মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ২৬ জুন (সোমবার) বিকাল ৫টার মধ্যে ফরম জমা দিতে হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আওয়ামী লীগের * মনোনয়ন ফরম বিক্রি শুরু