গোপালপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন
মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।
(১৬ জুন) শুক্রবার বিকেলে স্থানীয় সূতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) খেলার শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ও ভূঞাপুর এর সংসদ সদস্য এমপি ছোট মনির, আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আরমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এস এম রফিকুল ইসলাম রফিক, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, ধোপাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হীরা, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ছাত্র-ছাত্রী ও ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ।
উক্ত খেলায় দুটি খেলা অনুষ্ঠিত হয়, নগদা শিমলা ইউনিয়ন দলকে ট্রাই বাগারে ৪/২ গোলে পরাজিত করে আলমনগর একাদশ। অপর খেলা, হাদীরা ইউনিয়ন একাদশকে ১/০ গোলে পরাজিত করে ধোপাকান্দি ইউনিয়ন একাদশ।