সৈয়দ ফয়জুল করীমের উপর হামলার প্রতিবাদে নড়াইলে ইসলামী আন্দোলনের মিছিল ও সমাবেশ
শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি:
বরিশালে সৈয়দ ফয়জুল করীম পীরের উপর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বাংলাদেশ নড়াইল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) সকালে শহরের পূরাতন বাস টার্মিনাল জামে মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে
একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি মাওঃ খায়রুজ্জামানের সভাপতিত্বে হামলার প্রতিবাদে বক্তব্য দেন ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ এসএম নাছিরুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ কাজী নূরুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মো. খবির উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান শায়েক ফজলুর করীমের উপর হামলাকারীদের ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। বাংলাদেশের জনগণের একটাই প্রত্যাশা হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়।
তাই আমরা সরকারের কাছে উদাত্তভাবে আহবান জানাই, নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া হোক। এদেশের মানুষ যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। মানুষ যেন তাদের মত প্রকাশের স্বাধীনতা পায়। অনুষ্ঠানে দলটির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন ।