সিটি নির্বাচনকে কেন্দ্র করে বরিশালে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

 

বরিশাল  প্রতিনিধিঃ

বরিশাল  সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে বরিশাল মহানগর এলাকায় ১১জুন দিবাগত রাত ১২টা হতে ১২জুন দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, ইজিবাইক, লঞ্চ, ইঞ্জিনচালিত সকল ধরনের নৌযান, স্পিডবোট চলাচল করতে পারবে না। সেই সাথে ১০জুন দিবাগত রাত ১২টা হতে ১৩ জুন দিবাগত রাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার একাধিক গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উল্লিখিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিলযোগ্য থাকবে। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে নিয়োজিত যেমন এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিয়োগাযোগ ইত্যাদি কাজে নিয়োজিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর, জরুরি পণ্য সরবরাহ ও অন্যান্য জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান এবং জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ছোট নৌযান চলাচল করতে পারবে। এছাড়া ১০ জুন হতে ১৪ জুন পর্যন্ত সিটি কর্পেরেশন এলাকায় সকল বৈধ লাইসেন্সধারীগণ কোন অস্ত্র বহন, অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাচল করতে পারবেন না। এই আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সিটি নির্বাচনকে কেন্দ্র করে বরিশালে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
সর্বশেষ সংবাদ