নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্রী নিখোঁজ
শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে আরিফা খাতুন (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সে হাটবাড়িয়া গ্রামের জয়নাল মোড়লের মেয়ে।
এসময় লামিয়া খাতুন (৮) নামে অপর একজনকে উদ্ধার করা হয়েছে। সে হাটবাড়িয়া গ্রামের সুজন মোল্যার মেয়ে। নিখোঁজ আরিফা মাছিমদিয়া দক্ষিণ-পূর্ব মডেল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী এবং লামিয়া প্রথম শ্রেনীর ছাত্রী।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (২জুন) হাটবাড়িয়া গ্রামের প্রতিবেশি আরিফা ও লামিয়া দুপুরে গোসল করতে চিত্রা নদীর এস. এম. সুলতান সেতুর নিচে নামে। এসময় লামিয়া নদী থেকে উপরে উঠে আসলেও আরিফা উঠে আসেনি।
এ ব্যাপারে নড়াইল রুপগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আব্দুল কাদের গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। রাত ৯টা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।