বাকেরগঞ্জে বঙ্গবন্ধুর ‘জুলিও কূরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উৎযাপন
বরিশাল( বাকেরগঞ্জ) প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি সান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২৮শে মে রোজ রবিবার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা,সাং সাংস্কৃতিক প্রতিযোগিতা, ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১১:০০ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক কর্মময় জীবনের ও দেশের স্বাধীনতা যুদ্ধের মহানায়কের ভূমিকা নিয়ে আলোচনা করতে দেখা যায়।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে ও জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক বিপ্লব মিত্রর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক, বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সদস্য বরুন কুমার সাহা , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন ও প্রতিযোগীতায় অংশ নেয়া শিক্ষার্থী বৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।