সদরপুরে বাঙ্গির ফলন ভালো না হলেও লাভের মুখ দেখছেন চাষিরা

ইমরান হাসান তমাল,সদরপুর, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রতি বছর রমজান মাসকে সামনে রেখে সদরপুর উপজেলার  কৃষকরা ব্যস্ত হয়ে পরেন লালমী চাষে।  স্থানীয় কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় পাঁচশত পচিশ একর জমিতে লালমী আবাদ করা হয়েছে। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এ বছর লালমী চাষে খরজ পরেছে গত বছরের তুলনায় প্রায় দ্বিগুন। যেখানে গত বছর প্রতি বিঘা (৫২ শতক) জমিতে লালমী আবাদে কৃষকের খরজ  হয়েছিল ৭ থেকে ৮ হাজার টাকা। আর চলতি মৌষুমে প্রতি বিঘায় খরজ হয়েছে ১৫ থেকে ১৮ হাজার টাকা। কারন হিসব কৃষকরা জানান, সময়মত বৃস্টি না হওয়া, কারেন্ট পোকা, বাইল্যা পোকা ও সাদা মাছির আক্রমনে বেসি ওষুধ প্রয়োগ এবং কৃষক বেসি লাগার কারনে উৎপাদন খরজ  দ্বিগুন হলেও উৎপাদন হয়েছে গত বছরের তুলনায় অর্ধেক।  তবে ব্যবসায়ীরা জানান, এ বছর লালমীর মূল্য গত বছরের তুলনায় বেসি। গত বছর একশত লালমী তিন হাজার টাকা দরে বিক্রি হলেও এবছর বিক্রি হচ্ছে প্রতি শত পাঁচ হাজার টাকায়। ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় চলতি বছর লালমীর উৎপাদন কম হওয়ায় অল্প কয়েকদিনের মধ্যেই  লালমীর ঘাটতি দেখা দিতে পারে বলে জানান ব্যবসায়ীরা। চলতি মৌষুমে লালমীর সংকট দেখা দিলে লালমীর দাম ভয়ানক ভাবে বৃদ্ধি পেতে পারে বলে জানান ব্যবসায়ীরা। অপরদিকে কৃষকরা বলছেন এ বছর উৎপাদন কম হওয়ায় খরজ উঠাতেই হিমসিম খাচ্ছেন তারা।
প্রতি বছর রমজান মাসকে সামনে রেখে সদরপুর উপজেলার  কৃষকরা ব্যস্ত হয়ে পরেন লালমী চাষে।  স্থানীয় কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় পাঁচশত পচিশ একর জমিতে লালমী আবাদ করা হয়েছে। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এ বছর লালমী চাষে খরজ পরেছে গত বছরের তুলনায় প্রায় দ্বিগুন। যেখানে গত বছর প্রতি বিঘা (৫২ শতক) জমিতে লালমী আবাদে কৃষকের খরজ  হয়েছিল ৭ থেকে ৮ হাজার টাকা। আর চলতি মৌষুমে প্রতি বিঘায় খরজ হয়েছে ১৫ থেকে ১৮ হাজার টাকা। কারন হিসব কৃষকরা জানান, সময়মত বৃস্টি না হওয়া, কারেন্ট পোকা, বাইল্যা পোকা ও সাদা মাছির আক্রমনে বেসি ওষুধ প্রয়োগ এবং কৃষক বেসি লাগার কারনে উৎপাদন খরজ  দ্বিগুন হলেও উৎপাদন হয়েছে গত বছরের তুলনায় অর্ধেক।  তবে ব্যবসায়ীরা জানান, এ বছর লালমীর মূল্য গত বছরের তুলনায় বেসি। গত বছর একশত লালমী তিন হাজার টাকা দরে বিক্রি হলেও এবছর বিক্রি হচ্ছে প্রতি শত পাঁচ হাজার টাকায়। ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় চলতি বছর লালমীর উৎপাদন কম হওয়ায় অল্প কয়েকদিনের মধ্যেই  লালমীর ঘাটতি দেখা দিতে পারে বলে জানান ব্যবসায়ীরা। চলতি মৌষুমে লালমীর সংকট দেখা দিলে লালমীর দাম ভয়ানক ভাবে বৃদ্ধি পেতে পারে বলে জানান ব্যবসায়ীরা। অপরদিকে কৃষকরা বলছেন এ বছর উৎপাদন কম হওয়ায় খরজ উঠাতেই হিমসিম খাচ্ছেন তারা।
এব্যাপারে সদরপুর কৃষি অফিসার বিধান রায় জানান, কৃষকদের অন্যান্ন ফসল উৎপাদনে সরকারি ভাবে প্রনোদনার ব্যবস্থা থাকলেও লালমী চাষে সরকারি ভাবে কোন বরাদ্দ না থাকায় কৃষকদের আর্থিক ভাবে কোন সহযোগিতা করা যাচ্ছেনা। তবে কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।
তবে সব ফসলের মত লালমী চাষে সরকারি ভাবে কৃষকদের আর্থিক ভাবে বরাদ্দ দেওয়া হোক এমনটাই দাবী সদরপুর উপজেলার কৃষকদের।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ