বাগেরহাটে নানা অয়োজ‌নে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবা‌র্ষিকী উদযাপন


আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ

বাগেরহাটে নানা আ‌য়োজ‌নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ১০৩ তম জন্মবা‌র্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিনটি উপল‌ক্ষে সকা‌ল ৭টায় রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জা‌তির জনক শেখ মু‌জিবুর রহমানের প্রতিকৃ‌তি‌তে ফুল দি‌য়ে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা।

এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হেমায়েত উদ্দিন ভূঁইয়া সহ সভাপতি এ্যাড শাহ- ই আলম বাচ্চু, এ্যাড ফরিদ উদ্দিন, সরদার সেলিম আহমেদ, সরদার ফখরুল আলম সাহেব, আওয়ামী লীগ নেতা ফজলে সাঈদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, শেখ বশিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমসসহ আওয়ামী লীগ ও
সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জা‌তির জনক শেখ মু‌জিবুর রহমানের প্রতিকৃ‌তি‌তে পুস্পস্তাবক অর্পন ক‌রা হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পুলিশের পক্ষে পু‌লিশ সুপারকে কেএম আরিফুল হক পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মু‌ক্তি‌যোদ্ধা সংসদ,বি‌ভিন্ন
রাজ‌নৈ‌তিক দল, স‌রকা‌রি অফিসসহ বি‌ভিন্ন সামা‌জিক-সাংস্কৃ‌তিক সংগঠন জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

জাতীয় শিশু দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শণ, রক্তদান, বৃক্ষরোপণ, হাসপাতাল, এতিমখানা ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করেছে জেলা প্রশাসন।

অন্যদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ১০৩ তম জন্মবা‌র্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষেএজলা যুব লীগের আয়োজনে এক আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়। এ র‌্যালীটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় কার্যালয়ের সামনে এস শেষ হয়। এ সময় জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী
আশরাফি জেমস, সহ সভাপতি ফারুক তালুকদার, লিটন সরকার, যুগ্ন সাধারন সম্পাদক শাহনেওয়াজ মোল্লা দোলনসহ জেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পরে জেলা আওয়ামী লীগের উদ্দোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা এ সময় সাধারন সম্পাদক এ্যাড হেমায়েত উদ্দিন ভুইয়া, সহ সভাপতি এ্যাড শাহ- ই আলম বাচ্চু, এ্যাড ফরিদ উদ্দিন, সরদার সেলিম আহমেদ, সরদার ফখরুল আলম সাহেব, আওয়ামী লীগ নেতা ফজলে সাঈদ ডাবলু, নকিব নজিবুল হক নজুসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জন্মবা‌র্ষিকী উদযাপন * বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন * বাগেরহাটে
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ