পবিপ্রবিতে বঙ্গবন্ধু ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগের সেমিফাইনালে আইন ও ভূমি প্রশাসন অনুষদ
আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বঙ্গবন্ধু ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ ক্রিকেটে সেমিফাইনাল নিশ্চিত করেছে আইন ও ভূমি প্রশাসন অনুষদ।
শনিবার(১৮ মার্চ) বেলা ১১টায় পবিপ্রবির কেন্দ্রীয় মাঠে আইন ও ভূমি প্রশাসন অনুষদ নিজেদের গ্রুপের পর্বের শেষ ম্যাচটি খেলতে নামে এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের বিপক্ষে। এতে আইন ও ভূমি প্রশাসন অনুষদ ১০ রানের জয় পায়।
শুরুতে ব্যাট করতে নেমে আইন ও ভূমি প্রশাসন অনুষদ ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ শেষ বল পর্যন্ত মোকাবেলা করে ৬ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। ফলে আইন ও ভূমি প্রশাসন অনুষদ ৩ জয় ও ১ ড্র নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল।