ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় রওশন ঝুনু ও কবি নাসির মামুন আহত
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি:
জাতীয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কবি রওশন ঝুনু ও কবি নাসির মামুন সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন।
শনিবার সকালে ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার পথে ত্রিশালের চুড়খাইয়ের উইনার পাড়ে ঢাকাগামী এনা বাসের সাথে ট্রাক দুর্ঘটনায় কবি কাজী নাসির মামুন এবং কবি রওশন ঝুনু আহত হয়েছেন ।
দুর্ঘটনায় আহত দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । এই দুর্ঘটনায় বাসের ড্রাইভারসহ আরো অনেকে আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে ।