মাহিকে কারাগারে পাঠানোর আদেশ

 

 

নিজস্ব প্রতিনিধিঃ

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান আজ শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালত এ আদেশ দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আদালতে মাহির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত রিমান্ড মঞ্জুর না করে মাহিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে মাহিয়া মাহি সাংবাদিকদের বলেন, ‘জাজ সাহেব আমার সাথে কোন কথা বলেননি, আমার পক্ষে কারও বক্তব্য শুনেননি, এক সেকেণ্ডে কীভাবে কোর্ট শেষ হয়ে যায়।’

এর আগে শনিবার ১৮ই মার্চ বেলা ১২টার দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। তবে তার স্বামী রকিব সরকার পলাতক রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মিডিয়া মোঃ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহির গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘আমরা কিছুক্ষণের মধ্যে বিস্তারিত জানাব।’

জিএমপির কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপরাধ করেছেন। বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

এরই মধ্যে, পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি ছাড়াও চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে কোটি টাকার জমি দখল ও জমিতে কাজ করতে গেলে বাধা প্রদান ও মারধরের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন স্থানীয় ইসমাইল হোসেন। এ মামলায় মাহি ও তার স্বামী রাকিব সরকারসহ ২৮ জনকে আসামি করা হয়েছে।

এর আগে মাহি অভিযোগ করেন , ইসমাইল ওরফে লাদেন ও মামুন সরকার নামে প্রতিপক্ষ তাদের শো রুম দখল করে নিয়েছে আর এই কাজে সহযোগিতা করেছেন জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম যিনি  দেড় কোটি টাকার বিনিময়ে গাড়ির শোরুম দখল করে দিচ্ছেন। মাহি আরও জানান, দেশে ফিরে ১৮ মার্চ শনিবার বিকাল ৫টায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ সংলগ্ন সনিরাজ কার প্যালেসে সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিস্তারিত তিনি জানাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মাহিকে কারাগারে পাঠানোর আদেশ
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ