নড়াইলে আন্তর্জাতিক আর্ট ক্যাম্প শুরু
শরিফুল ইসলাম, নড়াইল:
নড়াইলে দু’দিনব্যাপি আন্তর্জাতিক আর্ট ক্যাম্প শুরু হয়েছে। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ইন্টারন্যাশনাল ফ্যান আর্টিস্ট গ্রুপের আয়োজনে শহরের শেখ রিজেন্সি গেস্ট হাউসের হল রুমে শিল্পী সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৮মার্চ) সকাল ১০টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, এস এম সুলতান ইন্টারন্যাশনাল
ফ্যান আর্টিস্ট গ্রুপের প্রধান উপদেষ্টা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম এবং নড়াইলের পুলিশ সুপার
মোসাঃ সাদিরা খাতুন। এস এম সুলতান ইন্টারন্যাশনাল ফ্যান আর্টিস্ট গ্রুপের সমন্বয়কারী ও এস এম সুলতান কমপ্লেক্স নড়াইলের কিউরেটর।
চিত্রশিল্পী তন্দ্রা মুখার্জ্জী জানান, ফাইন আর্টস থেকে পাশ করা মোট ৩৫জন চিত্রশিল্পী আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করছেন। এর মধ্যে নেপাল থেকে ১১ জন, ভারত থেকে ১৫ জন এবং বাংলাদেশ থেকে ৯ জন মোট ৩৫ জন চিত্রশিল্পী রয়েছেন। এসব শিল্পী বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক, বিভিন্ন আর্ট গ্যালারির কিউরেটর এবং ফ্রিল্যান্স শিল্পী হিসেবে কাজ করছেন।