তারুণ্য নাট্যগোষ্ঠী সাংস্কৃতিক অঙ্গনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে আসছে

 

 

 

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ

বড়লেখায় দ্বিতীয় বারের মতো নাট্যোৎসব ও বইমেলা আয়োজনে সাংস্কৃতিক আবহ পরিমন্ডল আবার পুনরায় জেগে ওঠেছে। রুটিন ওয়ার্কের বাহিরে গিয়ে চার দিনব্যাপী আয়োজিত নাট্যোৎসবের সার্বিক সহযোগিতার জন্য আমি উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের পুত্র জাকির হোসেন জুমনের একক পৃষ্টপোষকতার জন্য দ্বিতীয় বারের মতো এরকম অনুষ্ঠান সম্ভব হয়েছে সেজন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং তারুণ্য নাট্যগোষ্ঠীকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে একটি প্রান্তিক উপজেলায় চার দিনব্যাপী অনাড়ম্বর আয়োজন প্রশংসার দাবি রাখে। সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে আমাদের জায়গা থেকে রাস্ট্রীয় যতটুকু সহযোগিতার দরকার তা অবশ্যই পাবেন। তারুণ্য নাট্যগোষ্ঠী দীর্ঘ ৩১ বছর থেকে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে আসছে। তাঁরা সংস্কৃতির মাধ্যমে গণতন্ত্রকে অসাম্প্রদায়িকতাকে ও মানবিক মূল্যবোধকে জাগিয়ে রেখেছে।

তারুণ্য নাট্যগোষ্ঠীর আয়োজনে চার দিনব্যাপী নাট্যোৎসবের সমাপনী সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ উপরোক্ত কথাগুলো বলেন।

মৌলভীবাজারের বড়লেখায় জাকির হোসেন জুমনের একক পৃষ্টপোষকতায়, উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও তারুণ্য নাট্যগোষ্ঠীর আয়োজনে চার দিনব্যাপী নাট্যোৎস ও বইমেলায় সোমবার সমপানী সন্ধ্যায় জেলা পরিষদ অডিটোরিয়ামে তারুণ্য নাট্যগোষ্ঠীর সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি হানিফ পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন তারুণ্য নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন চার দিনব্যাপী নাট্যোৎসব ও বইমেলার একক পৃষ্টপোষক জাকির হোসেন জুমন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসাইন, সদর ইউনিয়ন চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ।

এছাড়াও বক্তব্য দেন নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের প্রভাষক এম.এ হাসান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ, ক্রীড়া, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অতিথিবৃন্দের উপস্থিতিতে কোমলমতী শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ করা হয়। পরিশেষে জেলা অডিটোরিয়াম হল রুমে মনিপুরী থিয়েটার কমলগঞ্জের পরিবেশনায় নাটক মঞ্চস্থ করে হেপী ডেজ আর এই মঞ্চ নাটকটির মধ্য দিয়ে তারুন্য নাট্যগোষ্ঠীর চার দিনব্যাপী মঞ্চ নাটক এবং বই মেলা সফলভাবে সমাপ্তি করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার (০৩ মার্চ) চার দিনব্যাপী নাট্যোৎসব ও বইমেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মো. শাহাব উদ্দিন এমপি। গত বছর তারুণ্য নাট্যগোষ্ঠীর ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে জাকির হোসেন জুমনের একক পৃষ্টপোষকতায় বড়লেখায় প্রথমবারের মতো তারুণ্য নাট্যগোষ্ঠীর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পাঁচ দিনব্যাপী  নাট্যোৎসব ও বইমেলা অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * তারুণ্য নাট্যগোষ্ঠী সাংস্কৃতিক অঙ্গনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে আসছে
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ