ঘোড়াঘাটে ট্রাক প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ,গুরুতর আহত ১

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।পৌরসভার নুরজাহানপুরে সোমবার সন্ধ্যা ৬টায় এদূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় প্রাইভেট কারের সামনে অংশ দুমড়েমুচড়ে যায়।আহত দুই জন নীলফামারী সৈয়দপুরের মৃত শেখ সামাদের ছেলে শেখ মারুফ (৬৫)।অপরজন শেখ মারুফের স্ত্রী শাহিনা বেগম(৫২)।
সরেজমিনে গিয়ে জানাযায়,ঢাকা থেকে নিচ প্রাইভেট কারে চালক জামাই পলাশ তার শ্বশুর শাশুড়িকে নিয়ে শশুর বাড়ি সৈয়দপুর যাচ্ছিলেন।সেসময় নূরজাহানপুর নামক স্থানে পৌছালে পঞ্চগড় থেকে আসা বিপরীত মূখী আলু বহনকারী ট্রাকে প্রাইভেট কারটি ধাক্কা দেয়।এতে প্রাইভেট কারের সামনে বসা শ্বশুর ও পেছনে বসা শাশুড়ি আহত হয়।পরে থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাসতিয়াতুল মোসলেমা প্রাথমিক চিকিৎসা দিয়ে শাশুড়িকে ছেড়ে দেয় এবং গুরুতর আহত শ্বশুর কে রংপুর মেডিক্যালে স্থানান্তরিত করেন।
বিষয়টি নিশ্চিত করে ওসি আবু হাসান কবির জানান,আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।গাড়ি দু’টি নিজেদের হেফাজতে আছে।পরবর্তীতে আইন অনুযায়ী যথাযথ কার্যক্রম পরিচালনা করা হবে।