বলেশ্বর নদ থেকে জব্দ করা ২৫০০মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ
বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদে অভিযান চালিয়ে দুই হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত বলেশ্বরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে নিষিদ্ধ এই জাল চব্দ করা হয়। তবে অসাধু জেলেদের কাউকে আটক করা যায়নি।
শরণখোলা মৎস্য অফিসের ব্যবস্থাপনায় এবং পুলিশের সহযোগীতায় এই অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) মো. নূর-ই আলম সিদ্দিকী।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর-ই আলম সিদ্দিকী জানান, ১নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ নিষিদ্ধ। কিন্তু এক শ্রেণির মৎস্যজীবী অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে বলেশ্বর নদে জাটকা আহরণ করছিল। এই খবর জানতে পেরে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। অভিযানের খবর টের পেয়ে জেলেরা জাল পেতে রেখে আগেই পালিয়ে যান। যে কারণে কাউকে আটক করা যায়নি।
মৎস্য অফিস সূত্র জানায়, জব্দকৃত জাল শরণখোলা ফেরিঘাট এলাকায় বলেশ্বর নদের পারে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জাটকা সংরক্ষণের ুরো মৌসুম তাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকার, মৎস্য বিভাগের মেরিন অফিসার রবিউল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম অংশগ্রহন করেন।