উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

 

 

উজিরপুর প্রতিনিধিঃ

বরিশালর জেলার উ‌জিরপুর উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদী টোল প্লাজায়  অ‌ভিযান চা‌লিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার ভোর পাঁচটায় উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজা সংলগ্ন ব‌রিশাল- ঢাকা মহাসড়কে এই অ‌ভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো, জেলার বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের উত্তরকুল গ্রামের মনির বেপারি (৪৮) ও গাজীপুরের সালডোবা এলাকার খোরশেদ আলম (৪৫)। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হেসেন জানান, ঢাকা থেকে বিপুল পরিমান গাঁজা আসতেছে এমন সংবাদের ভিত্তিতে রোববার প্রত্যুষে উজিরপুরের ইচলাদি টোল প্লাজায় চেকপোস্ট বসানো হয়। ভোর ৫টার সময় একটি প্রাইভেটকার ভর্তি ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার এবং মাদক বহনের গাড়িটিও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ প‌রিদর্শক ইশতিয়াক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার ২ জনকে উজিরপুর মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ * বরিশাল মহাসড়কে
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ