ক্ষেতলালে নবাগত শিক্ষকদের বরণ ও সম্মাননা

আঃ রাজ্জাক, জয়পুরহাট প্রতিনিধি :
আপনাদের শুভাগমনে আমাদের বিদ্যপিঠ খুঁজে পাক নতুন প্রানের সন্ধান এই প্রতিপাদ্য নিয়ে” এসো গড়ি সুনিবিড় হৃদয়ের বন্ধন” জয়পুরহাটের ক্ষেতলালে ৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে ৩য় বার্ষিক শিক্ষক সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নতুন যোগদানকৃত ১০ জন শিক্ষকদের পরিচিতি পর্ব ও ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি উপজেলার ৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নবাগত শিক্ষকরা হলেন, মোঃ সোহািল ইসলাম (সহকারী শিক্ষক), মোছাঃ শামছুন নাহার (সহকারী শিক্ষক),মেছাঃ মাহবুবা খাতুন (সহকারী শিক্ষক), মোঃ অনিক ইসলাম (সহকারী শিক্ষক), মোছাঃ রানু পারভীন (সহকারী শিক্ষক), সোহানা খাতুন (সহকারী শিক্ষক), লোকমান হেকিম খান (সহকারী শিক্ষক), রাজিয়া সুলতানা (সহকারী শিক্ষক), মোঃ নবীয়উল ইসলাম (সহকারী শিক্ষক) এবং মোছাঃ শাকিলা আক্তার (সহকারী শিক্ষক)।
৫ (ফেব্রুয়ারী) রবিবার সকাল ১০ টার সময় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এস-১২০৬৮ এর আয়োজনে ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ বার্ষিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি ওয়াদুদ ফারুক।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ক্ষেতলাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা, উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক, সহকারী শিক্ষা অফিসার এফাজুল ইসলাম,অচিন্ত কুমার, পৌর মেয়র সিরাজুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ক্ষেতলাল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি আলমপুর ইউনিয়ন শাখার সভাপতি আহসানুল ইসলাম নয়ন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।