ত্রিশাল চাকুরীজীবি ফোরাম ময়মনসিংহের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত 

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি :
ত্রিশাল চাকুরীজীবি ফোরাম ময়মনসিংহের প্রথম সাধারণ সভা ২১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় নগরীর মুসলিম ইনন্টিটউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।
প্রথম সাধারণ সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক আবুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তর সিভিল সার্জন ও ডেপুটি ডাইরেক্টর (অব.) ডা. মো. মাহবুবুল হক,  ত্রিশাল চাকুরীজীবি ফোরাম ময়মনসিংহের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. মাহবুবুর রহমান হেনরি, হযরত  শাহজালাল বিমান বন্দরের উপ-পরিচালক মো. শাহজাহান সিরাজ ,   মুসলিম গ্লাস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ মো. আলাউদ্দিন সহ অনেকেই বক্তব্য রাখেন ।
আলোচনা সভা শেষে ২য় পর্বে  মাহবুবুর রহমান হেনরি কে সভাপতি ও মোহাম্মদ ইয়াছির  আরাফাত কে সাধারণ সম্পাদক এবং মাহবুবুর রহমান আলমগীর কে সাংগঠনিক সম্পাদক করে ২ বছরের জন‍্য ৩১সদস‍্য বিশিষ্ট নির্বাহী  কমিটি ঘোষণা করা হয় । ত্রিশাল চাকুরীজীবি ফোরাম ময়মনসিংহের আহবায়ক মো. আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ত্রিশাল চাকুরীজীবি ফোরাম ময়মনসিংহের সদস‍্য সচিব মোহাম্মদ ইয়াছির  আরাফাত ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চাকুরীজীবি ফোরাম * ত্রিশাল * সভা
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ