কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগের বিজয়কে নস্যাৎ করতে পারবে না : সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক

 

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা:

 

সাবেক মন্ত্রী ডা. আ ফ ম রুহুর হক বলেছেন, আগামী নির্বাচনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে সরকার গঠন করবে। কোন চক্রান্ত ও ষড়যন্ত্র আওয়ামী লীগের বিজয়কে নস্যাৎ করতে পারবে না।

 

শনিবার (০৫ নভেম্বর)বেলা ১১টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুর হক এসব কথা বলেন।

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসপ্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে দেশের উন্ননেন ধারা অব্যাহত রাখতে দলীয় নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, কোনো অশুভ শক্তি যেনো বাংলাদেশের মানুষের সুখ-শান্তি বিনাশ করতে না পারে। এ জন্য বাংলাদেশ কৃষকলীগের সৈনিক হিসেবে সতর্ক থাকতে হবে।

 

সম্মেলনে জাতীয় সংগীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ।

 

সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু’র সভাপতিত্বে সম্মেলনে অন্যাদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, অ্যাড. শামিমা আক্তার খানম এমপি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো.নজরুল ইসলাম, সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি শরিফ আশরাফ আলী, মাকসুদুল আলম, যুগ্ম-সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, কৃষিবিদ ড. মোহা. হাবিবুর রহমান মোল্যা প্রমুখ।

 

এর আগে সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ সভাস্থল।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আওয়ামী লীগ
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ