দুমকিতে জাতীয় সমবায় দিবস পালিত
মো.সুমন মৃধা, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আল-ইমরান।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সমবায় কর্মকর্তা মুশফিকা আক্তার তুলি’র সভাপতিত্বে আলোচনা সভায় ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা দীপংকর চন্দ্র শীল, সমবায়ী মো. আবদুল আজিজ শরীফ, শাহিন, কামরুল ইসলাম খান প্রমুখ বক্তৃতা করেন।