নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা
মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
তারা এক যৌথ শুভেচ্ছা বার্তায় রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মো: আবু জার গিফারী ও শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো: সেফাউল মূলক এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি অন্যতম ইউনিয়ন। প্রায় ৪০ হাজার ভোটারের বসবাস এই ইউনিয়ন পরিষদে। গত ২রা নভেম্বর ২০২২ অনুষ্ঠিত অত্র ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী চেয়ারম্যান মু: আজম আলী (গোলাম আজম) কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
সেই সাথে একজন সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থীকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করায় দুর্লভপুর ইউনিয়নের সকল ভোটার সহ সর্বসাধারণের প্রতি আন্তরিক দোয়া, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি ।