আগামী কাল বিএনপির মহাসমাবেশ ঘিরে বিএনপির কর্মীদের পদচারনায় মুখরিত বঙ্গবন্ধু উদ্যান

মোঃ  জাহিদুল ইসলাম, বরিশালঃ
আগামী কাল  ৫ই নভেম্বর ২০২২ ইং বরিশাল  বিভাগীয়  বিএনপি  আয়োজিত  মহা সমাবেশ। এর আগে দেশের বেশ কয়েকটি বিভাগীয়  শহরে সমাবেশ করেছে  বিএনপি।
খালেদা  জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের  অধীনে আগামী  জাতীয়  নির্বাচন সহ বিভিন্ন  দাবি  নিয়ে  খুব খোশমেজাজে  দলটি মাঠে নেমেছে। বরিশাল  বিভাগের বিভিন্ন  জেলা উপজেলার প্রত্যন্ত অঞ্চল  থেকে ২ দুই দিন আগে থেকেই সমাবেশ স্হলে উপস্হিত হয়েছেন বিএনপির  কর্মী  সমর্থকরা।বিএনপির  মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম  সহ কেন্দ্রীয়  নেতৃবৃন্দ  সমাবেশে বক্তব্য  রাখবেন।  আজ শুক্রবারবিকেলে বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার  সমাবেশ  স্হলের স্হান ঘুরে  দেখেন।ইতিমধ্যে  বিএনপির  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম,  এবং  আমির খসরু  সহ কেন্দ্রীয় অনেক নেতা বরিশালে  এসে পৌছেছেন।যেহেতু ৪ ও ৫ ই নভেম্বর  বরিশাল  বিভাগের পরিবহন ধর্মঘট  আহ্বান  করার কারণে  একটু বিকল্প  পন্থা  অবলম্বন  করে বিএনপির  নেতা  কর্মী  সমর্থকরা সমাবেশ  মাঠে উপস্থিত হয়েছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ৫ ই নভেম্বর * বঙ্গবন্ধু উদ্যান * বরিশাল * বিভাগীয়
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ