মহানগর নার্সারী মালিক সমিতির কার্যকরী কমিটি গঠন

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি:-
ময়মনসিংহ মহানগর নার্সারী মালিক সমিতির ৩ বছর মেয়াদী কার্যকরী কমিটি শুক্রবার বিকালে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে । মহানগর নার্সারী মালিক সমিতির সুরুজ আলী মীরকে সভাপতি করে কার্যকরী কমিটির ঘোষণা করা হয় ।
সর্বসম্মতিক্রমে গঠিত ৩বছর মেয়াদী কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হল, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম টিটু, সহ-সভাপতি আব্দুর রহমান বাচ্চু, কোষাধক্ষ মাহবুবুল আলম (চাঁন মিয়া ) সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, প্রচার সম্পাদ আয়নাল শেখ ।
এছাড়াও কার্যকরী কমিটিতে উপদেষ্টা হিসেবে সদর উপজেলার চেয়ারম্যান আশরাফ হোসাইন, সদর উপজেলা ভাইয়ের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন ও নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য আব্দুল আল মামুন আরিফ কে ঘোষণা করা হয় । কার্যকরী কমিটি গঠনের পূর্বে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় নার্সারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রেজ্জাক ।