বদলগাছীতে প্রাচীরের ইট পরে আহত চোরকে আটক করল বাড়িল মালিক
প্রতিনিধি বদলগাছী (নওগাঁ):- নওগাঁর বদলগাছীতে চুরি করে পালানোর সময় প্রাচীর টপকাতে গিয়ে প্রাচীরের ইট পরে আহত অবস্থায় মোরশেদ নামে এক চোরকে আটক করেছে বাড়ীর মালিক। আটককৃত মোরশেদ (২৫) বদলগাছীর আধাইপুর ইউপির পরমান্দপুর গ্রামের মৃত আজাহারের ছেলে।
মামলাও স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার রাত আনু ২টার দিকে বদলগাছী উপজেলার কোলা ইউপির পশ্চিম পুখুরিয়ার রুবেল হোসেনের বাড়ীতে ২টি পাতিল,১টি বটি চুরি করে পালানোর সময় প্রাচীর টপকাতে গিয়ে প্রাচীরের ইট খুলে গিয়ে চোর টিউবওয়েলের উপর পরে যায় এবং পাচীরের ইট খুলে চোরের উপর পড়লে চোর মারাত্মক ভাবে আহত হয় এবং পরবর্তীতে ঘটনাস্থলেই জ্ঞান হারায়। বাড়ীর মালিক রুবেল রাতেই চোরকে আটক করে চোর পরেছে বলে চিৎকার করলে গ্রামবাসী ঘটনাস্থলে এসে থানায় খবর দেয়। খবর পেয়ে ভোরে থানা পুলিশ এস আই আবু তাহের ঘটনাস্থল থেকে চোরকে আহত অবস্থায় আটক করে থানায় নিয়ে আসে এবং চোরকে চিকিৎসার জন্য বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় রুবেল হোসেন বাদী হয়ে বদলগাছী থানায় একটি চুরির মামলা করেন।
রুবেলের স্ত্রী জানায়, আমি রাতে হঠাৎ শব্দ পেয়ে ঘর থেকে বাহিরে এসে দেখি একজন লোক টিউবওয়েলের কাছে শুয়ে হাত নাড়ছে। আমি ভয় পেয়ে আমার স্বামীকে ডাক দিলে পাতিল ও বটি সহ আহত অবস্থায় চোরকে আটক করে।
এ ব্যপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন,আসামীকে প্রাথমিক ভাবে বদলগাছী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ দুপুরে আসামিকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।