স্বাধীনতার পরেই সংবিধান রচিত হওয়ায় দেশে আইন-শৃঙ্খলা ফিরে এসেছিল: প্রতিমন্ত্রীর শরীফ আহমেদ এম.পি 

ময়মনসিংহ প্রতিনিধিঃ
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর স্বল্প সময়ের মধ্যেই বঙ্গবন্ধুর প্রচেষ্টাই   সংবিধানের কাজ সম্পন্ন হয়েছিল বলেই তখন  দেশে আইন-শৃঙ্খলা ফিরে এসেছিল ।  আমাদের বাংলাদেশের সংবিধান বিশ্বের অন্যান্য রাষ্ট্রের চেয়ে সুন্দর  ও পরিপাটি। এরপর একেক জন এক এক  সময় নিজেদের সুবিধার্থে সংবিধান পরিবর্তন করে ।  বর্তমানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংবিধান সংশোধন করে আবার সুন্দর একটি সংবিধান পূর্ণ গঠন করেছে ।  জননেত্রী শেখ হাসিনা তার পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন । প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় আমরা আশা রাখি আগামী ৪১ সালের মধ্যে আমাদের এই দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। গতকাল ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত  সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পি ।
শুক্রবার সকালে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হকের সভাপতিতে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,  ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম সহ এসময় আরো অনেকে বক্তব্য রাখেন ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * প্রতিমন্ত্রীর শরীফ আহমেদ এম.পি * স্বাধীনতা
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ