লক্ষ্মীপুরে জাতীয় সংবিধান দিবস পালিত
লক্ষ্মীপুর প্রতিনিধি:
০৪ নভেম্বর (শুক্রবার) জাতীয় সংবিধান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তোহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন, ডা: নাহিদ রায়হান, শাহজাহান কামাল, জাকির হোসেন ভূঁইয়া প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।