সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আল আমিন সরকার

 

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী পূর্ণিমাগাঁতি ইউনিয়নের গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন পূর্ণিমাগাঁতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আল আমিন সরকার।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সদস্যদের প্রত্যক্ষভোটে আল আমিন সরকার ৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইয়ুব আলী পেয়েছেন ১ ভোট।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো. মোসেলম উদ্দিন বেসরকারিভাবে আল আমিন সরকারকে সভাপতি হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

এ সময় সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর দিলারা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজয়ী সভাপতি আল আমিন সরকার বলেন, বাবা-দাদাদের পৈত্রিক জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে প্রধান শিক্ষক, দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ও তাদের সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটির শিক্ষার গুনগত মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ