বরগুনায় মুক্তিযোদ্ধা সনদ ও স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন
বরগুনা জেলা সংবাদদাতাঃ
বরগুনা সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মুক্তিযোদ্ধা সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এতে সদর উপজেলার ৩২৪ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সনদ এবং ১৮৫ জন জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আজ (৩ নভেম্বর) সকাল ১১টায় সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর কবির, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওসার হোসেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, জেলা সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতালেব মৃধা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুর রশীদ।
বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বরগুনা -১ আসনের সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর হাতে মুক্তিযোদ্ধা সনদ ও স্মার্ট কার্ড তুলে দিয়ে শুভ উদ্ভোধন করেন।