পবিপ্রবির প্রফেসর ড. মোঃ রবিউল হকের বিদায় সংবর্ধনা 

 

 

আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রতিষ্ঠাকালীন শিক্ষক প্রফেসর ড.রবিউল হক দীর্ঘ ৪১ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টেনেছেন।

 

বুধবার(২ নভেম্বর) বেলা ১১টায় টিএসসির সভাকক্ষে নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।

 

এসময়ে উপস্থিত ছিলেন নিউট্রিশন ফুড সায়েন্স অনুষদের কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. দিলরুবা ইয়াসমিন,  প্রফেসর শহিদুল ইসলাম, প্রফেসর শফিকুল ইসলাম খান,  প্রফেসর নাজমুল হাসান,প্রফেসর গোলাম রাব্বানী আকন্দ, সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালী, সহযোগী অধ্যাপক লিটন চন্দ্র সেন, সহকারী অধ্যাপক নিতাই চন্দ্র রায়,সহকারী অধ্যাপক মেহেদী হাসান মিঠু, সহকারী অধ্যাপক সুমাইয়া শাহরিন, সহকারী অধ্যাপক নজরুল ইসলামসহ নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

 

অনুষ্ঠানে প্রফেসর ড. রবিউল হকের ছাত্র, শুভাকাঙ্ক্ষী  ও সহকর্মীরা তার বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের কৃতিত্ব তুলে ধরার পাশাপাশি তাকে বিদায় দেওয়ার কষ্টে অশ্রুসিক্ত হন। এছাড়াও উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে  প্রফেসর রবিউল হকের মত পরোপকারী এবং ভালো মানুষ হওয়ার নির্দেশ দেন অনেকেই।

 

বিদায় বেলায় প্রফেসর ড. রবিউল হক সকলের উদ্দেশ্যে তার দীর্ঘ চাকুরী জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ব্যক্ত করেন। এছাড়াও তিনি সকলকে উপদেশ দিয়ে বলেন, তোমরা আর যাই হও, যতই সফল হও, যদি তুমি ভালো মানুষ না হতে পারো, তবে তুমি সম্পূর্ণ ব্যর্থ।

 

উল্লেখ্য যে প্রফেসর ড. রবিউল হক পটুয়াখালী কৃষি কলেজের শিক্ষক ছিলেন। ২০০০ সালে কৃষি কলেজ থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ  অবদান রয়েছে। তিনি নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের প্রতিষ্ঠাকালীন ডিন ছিলেন এবং তারই সুপরিকল্পনার ফলস্বরূপ  অত্র অনুষদ প্রতিষ্ঠিত হয়েছে।

এছাড়াও দীর্ঘসময় ধরে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * প্রফেসর ড. মোঃ রবিউল হক
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ