দিরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক গুরুতর আহত
শিশির কুমার অধিকারী, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দিরাই উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বিশ্ব(৪৫) বুধবার (১নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শী জানান একটি শিশু বাচ্চা রাস্তার এপাশ থেকে ওপাশে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত বিশ্বজিৎ রায়কে স্থানীয়রা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থকমপ্লেক্স পাঠায়।
খবর পেয়ে উপজেলা স্বাস্থকমপ্লেক্সে দিরাই পৌর মেয়র, বিশ্বজিৎ রায় বিশ্বজিৎ রায় বিশ্ব কে দেখতে যান এবং ডাক্তারদের সাথে কথা বলে দ্রুত চিকিৎসা দেওয়ার পরামর্শ করেন।
কর্তব্যরত চিকিৎসক জানান বিশ্বজিৎ রায়ের বাম হাত ভেঙে গেছে মাথা ও বুকে প্রচন্ড আঘাত পেয়েছেন, পরীক্ষা নীরিক্ষার পর প্রয়োজন হলে সিলেটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হতে পারে।