রাজবাড়ী জেলার সদর থানা এলাকা হতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ
র্যাব-৮, বরিশাল, (ফরিদপুর ক্যাম্প) গোপন সূত্রে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি ইয়াবার চালান নিয়ে রাজবাড়ী জেলার সদর থানাধীন ১ নং রেল গেট সংলগ্ন ভবানীপুর রাজবাড়ী প্রেস ক্লাবের উত্তর পাশে মসজিদ গলির মোড়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম আলম এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ০১/১১/২০২২ তারিখ ১৪.৪৫ ঘটিকায় রাজবাড়ী জেলার সদর থানাধীন ০১ নং রেল গেট সংলগ্ন ভবানীপুর রাজবাড়ী প্রেস ক্লাবের উত্তর পাশে মসজিদ গলির মোড়ে অভিযান পরিচালনার মাধ্যমে ০১। মোঃ রাসেল কবিরাজ(১৭), পিতা: মো: আলাল কবিরাজ, সাং: বিনোদপুর, থানা: রাজবাড়ী সদর, জেলা: রাজবাড়ীকে আটক করে। এ সময় আটককৃত আসামীর হেফাজত হতে ৫,৫৮০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয় এর কাজে ব্যবহারকৃত ০২ টি সিমকার্ডসহ ০২টি মোবাইল জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে রাজবাড়ী জেলার সদর থানায় মামলা রুজু করতে হস্তান্তর করা হয়েছে। যার রাজবাড়ী সদর থানা মামলা নং-০৪ তারিখ ০১/১১/২০২২।