রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় যুব দিবসের শুভ উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ‘ এই প্রতিপাদ্য কে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালীর মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালীর বের করা হয়। উপজেলা চত্বর থেকে র্যালি টি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে সেস হয়।
র্যালি শেষে উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর উদ্বোধন ডিসপ্লে প্রদর্শন হয়। এসময় সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, ইএসডির প্রতিনিধি ম্যানেজার খায়রুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে ইএসডিও কর্তৃক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রিজ সাহা। শেষে বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।