রাত পোহালেই ভোট ক্ষেতলালে দু’টি ইউনিয়ন পরিষদে ইউপি নির্বাচন

 

জয়পুরহাট প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন (০২নভেম্বর) ক্ষেতলাল বড়তারা ও তুলশিগঙ্গা দুই ইউপি ভোট হচ্ছে।

 

ভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।  ইতোমধ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

 

ইউনিয়ন দুটি হলো- বড়তারা তুলশিগঙ্গা দুই ইউপিতে চেয়ারম্যান পদে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এসব ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ২২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮৭ জন মহিলা ১৩ হাজার ২০৬ জন নারী ভোটার৷

 

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনী মাঠে থাকবে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স থাকবে।

 

ব্যাপারে ক্ষেতলাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার আনিছার রহমান বলেন, “আগামী ২ নভেম্বরে ইভিএম এর মাধ্যমে জেলার বড়তারা ও তুলসীগঙ্গা ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।” দুই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে বড়তারা ইউনিয়নে চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী আছেন। পুরুষের তালিকায় তার নাম রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ইউপি নির্বাচন
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ