ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু শিশু একাডেমি কর্তৃক আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধিঃ
৩১ অক্টোবর, সোমবার বিকালে ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্ক বৈশাখী মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন শেখ রাসেল দিবস ২০২২ পালন উপলক্ষে ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু শিশু একাডেমি কর্তৃক আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ সাদী খান একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত পরিচালক উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন।
এছাড়াও প্রধান আলোচকএডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা, বিশেষ অতিথি এবিএম আনিছুজ্জামান আনিছ কার্যকরী সভাপতি, বঙ্গবন্ধু শিশু একাডেমি, ময়মনসিংহ ও মেয়র, ত্রিশাল পৌরসভা কবি ফরিদ আহমদ দুলাল আহ্বায়ক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ময়মনসিংহ প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিক সাবেক অধ্যক্ষ, আনন্দ মোহন কলেজ ময়মনসিংহ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন অধ্যাপক দিলরুবা সারমীন সভাপতি, বঙ্গবন্ধু শিশু একাডেমি, ময়মনসিংহ জেলা।
এতে সঞ্চালকের দায়িত্বে ছিলেন শরীফুল ইসলাম সরকার সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু শিশু একাডেমি, ময়মনসিংহ জেলা। আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা।