বাংলাদেশ সিভিল সার্ভিসে ৯ম পেরিয়ে ১০ বর্ষে পদার্পণ করল ৩২ তম বিসিএস
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধিঃ
প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে নবম বর্ষ পেরিয়ে দশম বর্ষে পদার্পণ করল ৩২ তম বিসিএস।
বর্তমান আওয়ামী লীগের সরকার গত ২০১১ সালে ৩২ তম বিসিএস সার্কুলার প্রকাশ করে প্রিলিমিনারী, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে কারিগরি ও সাধারণ শিক্ষা ক্যাডারে ২০১৩ সালের এই দিনে উক্ত ব্যাচের কর্মকর্তাদের নিয়োগ প্রদান করেন। এই ব্যাচটি ৯ম বর্ষপূর্তি উপলক্ষে ৩২তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ফোরামের নির্দেশনায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে এবং কেক কেটে বর্ণিল আলোকসজ্জায় শুভেচ্ছা বিনিময়, আলোচনা ও স্মৃতিচারণ করেছে। এরই অংশ হিসেবে ৩০ শে অক্টোবর রবিবার রাতে ময়মনসিংহ অঞ্চলের বর্ষপূর্তি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় ময়মনসিংহের দূর্গাবাড়ি গ্রীনপার্ক রেস্টুরেন্টে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ মোহন কলেজের শিক্ষক পরিষদের সাবেক কোষাধ্যক্ষ ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. নূরুল হক। সভাপতির বক্তব্য প্রদান করতে গিয়ে তিঁনি বলেন, পদোন্নতি বঞ্চিত ব্যাচমেটদের শিগগিরই পদোন্নতির জন্য ফোরামের মাধ্যমে বিষয়টি নিয়ে উর্ধতন মহলে আলোচনা করবেন। পাশাপাশি ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে ফোরাম কাজ করার কিছু প্রশংসনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে মেধাবীদের বৃত্তি প্রদান, পিটিআই, মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ও উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে উক্ত ব্যাচের দক্ষ কর্মকর্তাকে সেবায় নিয়োজিত করে এই অঞ্চলের শিক্ষায় অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
তাছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকলু সরকার, মো. দিদারুল আলম, মো. আহসানউল্লাহ ভূঞা, রাফিউল করিম তরফদার, কামরুন্নাহার, তাজমুন নাহার, নাসিমা আক্তার, উম্মে সালমা, মণি শংকর দেবনাথ, খুজিন্তা নওরিন লিজা, আবু কাউসার স্বপন, এ আর এম মোজাহিদুল হক , কামরুন নাহার প্রভাষক (উদ্ভিদবিদ্যা), আনন্দ মোহন কলেজ মমনসিংহ প্রমুখ।