দোয়ারাবাজারে মাদকসহ যুবক আটক

 

এনামুল কবির মুন্না, দোয়ারাবাজার প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার আন্দাইরগাঁও গ্রামে অভিযান চালিয়ে মৃত আলীম উদ্দিন শারফুল ইসলাম ফালান (৩৭) নামের এক যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

 

সোমবার (৩১ অক্টোবর) সকালে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে সোমবার ভোর রাতে এসআই মোঃ আসলাম হোসেন,এস আই পান্না লাল দেব ও এএসআই সুমন চন্দ্র দেব শারফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃতদের সাথে থাকা দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পলাতক দুই মাদক কারবারিকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মাদক
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ