অসহায় শিক্ষার্থীদের ইউরোপীয় ইউনিয়ন উচ্চ শিক্ষার ব্যবস্থা করবে (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি
আনিসুর রহমান, সাভার প্রতিনিধিঃ
বাংলাদেশে গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীরা যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না তাদেরকে সবধরণের সুযোগ সুবিধা দিয়ে ইউরোপীয় ইউনিয়ন উচ্চ শিক্ষার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
দুপুরে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইরাসম্যাচ ল্যাব উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)এর রাষ্ট্রদুত চার্লস হোয়াইটলি এসময় আরও বলেন,বাংলাদেশে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো পড়া শুনা হচ্ছে এতে করে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানে অবদান রাখছে উল্লেখ করে তিনি আরও বলেন,সবসময় ইউরোপীয় ইউনিয়ন যেকোন বিষয়ে বাংলাদেশকে সব বিষয়ে সহযোগীতা করবে বলেও বলেন তিনি। ল্যাব উদ্বোধন শেষে তিনি সেখানে একটি সেমিনারে অংশ নেন ও শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
এসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টির চেয়ারম্যান ড.সবুর খান,উপচার্য প্রফেসর ড. এস এম মাহবুবুল হক মজুমদার,আন্তর্জাতিক বিষয়ক পরিচালক ড.মোহাম্মদ ফখরে হোসেনসহ আরো অনেকে।