১২ শিক্ষার্থী পেলো জবির তৃতীয় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী পুরস্কার

 

আবু হানিফ, জবি প্রতিনিধি:

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের আয়োজনে তৃতীয় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩০ অক্টোবর (রোববার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরীতে মোট ১২ জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করেন। এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রদর্শনীর সমাপনী ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আমাদের শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতা কাটিয়ে সারা দেশে যে সফলতার স্বাক্ষর রাখছে তা প্রশংসনীয়। এভাবেই নিজস্ব স্বকীয়তা বজায় রেখে এগিয়ে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

 

এসময় চারুকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বিশিষ্ট শিল্প পৃষ্ঠপোষক প্রকৌশলী ময়নুল আবেদিন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রইছ উদদীন এবং অধ্যাপক ড. আলপ্তগীন উপস্থিত ছিলেন।

 

তৃতীয় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে ড্রইং এন্ড পেইন্টিং ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন আতিকুর রহমান এবং সম্মানসূচক পুরস্কার অর্জন করেন নাঈম মৃধা, রাফিয়া জামান অসমিতা এবং হৃদয় হোসেন।

 

প্রিন্টমেকিং ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন ফাইয়াজ হোসেন এবং সম্মানসূচক পুরস্কার অর্জন করেন উম্মে তহমিনা জেরীফ, সুমাইয়া তাহরিন এবং লিসি আজাদ।

 

ভাস্কর্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন আসফিকুর রহমান এবং সম্মানসূচক পুরস্কার অর্জন করেন পরমা দাস, নু মং প্রু মারমা এবং জয়িতা দাস। এছাড়াও ফাউন্ডেশন কোর্স সম্পন্ন করেন রুদ্র সাহা এবং শারমিন আক্তার।

 

বিশ্ববিদ্যালয়ের এমন আয়োজন নিয়ে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মননশীল ও সৃজনশীল মনোভাবের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে। এ ধরনের প্রদর্শনী, নাট্য উৎসবসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড আরও বিস্তৃত পরিসরে আয়োজন করার দাবি জানান তারা।

 

উল্লেখ্য, চারুকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে গত ২০ অক্টোবর ১৭তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে ১০ দিন ব্যাপী তৃতীয় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজনের উদ্বোধন হয়। প্রদর্শনীতে ১৯৫ জন শিল্পীর ৩৪৫টি শিল্পকর্ম স্থান পায়। এর আগে ২০১৮ সালে প্রথম এবং ২০১৯ সালে দ্বিতীয় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জগন্নাথ বিশ্ববিদ্যালয়
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ