বাকেরগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় এক যুবক গ্রেফতার

 

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ

 

বাকেরগঞ্জে পুলিশ নারী নির্যাতনের ঘটনায় মোয়াজ্জেম হোসেন রুবেল নামে এক যুবক গ্রেফতার করেছে। ঘটনায় আহত সাবিনা ইয়াছমিন ইতি বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

গত ২৯/১০/২০২২ শনিবার দুপুরে উপজেলার নিয়ামতি ইউনিয়নের  মহেশপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

মামলা সুত্রে জানা যায়, উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেশপুর গ্রামের নান্টু হাওলাদারের কন্যা  সাবিনা ইয়াসমিন ইতির সাথে একই ইউনিয়নের রামনগর গ্রামের বখাটে মোয়াজ্জেম রুবেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে বখাটে রুবেল বিভিন্ন সময় বাসায় গালিগালাজ ও মারধরসহ খুনজখম করার হুমকি দেয়।

 

গত শনিবার বেলা ১২ টার সময় ইতি তার হাত ঘড়ি মেরামতের জন্য মহেশপুর বাজারে হাসান মেকারের দোকানে গেলে রুবেল তাকে আজেবাজে কথা বলে। এ বিষয় নিয়ে একপর্যায়ে বখাটে রুবেল তাকে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। তিনি আত্মরক্ষার্থে চিৎকার দিলে তার চুলের মুঠি ধরে রুবেলের কসমেটিকসের দোকানের মধ্যে নিয়ে টানাহেচরা করে তার পরিধেয় কাপড় চোপড় খুলে তার শ্লীলতাহানি ঘটায়।

 

বখাটে রুবেল এসময় ওই শিক্ষিকার স্বর্ণালঙ্কার সহ ৫২ হাজার টাকার মালামাল ছিনাইয়া নেয়। এমনকি সে ওই সময় তাকে খুনজখমের হুমকিও দেয়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নারী নির্যাতন
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ