ময়মনসিংহে সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে রবিবার সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৯ নান্দাইল এর সংসদ সদস্য, আনোয়ারুল আবেদিন খান তুহিন, ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া প্রমূখ। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি করন প্রকল্প ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে এবং জেলা প্রশাসন ময়মনসিংহ ও ইসলামী ফাউন্ডেশন এর সহযোগিতায় উক্ত সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।