বদলগাছীতে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব ২০২২ অনুষ্ঠিত
সৈকত সোবাহান, প্রতিনিধি বদলগাছী (নওগাঁ) :
‘জগতের প্রানী শান্তিতে থাকুক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২২ অনুষ্ঠিত হয়।
২৯শে অক্টোবর (শনিবার) দুপুর সাড়ে ৩টায় বদলগাছীর মথুরাপুর ইউপির ভয়ালপুর গ্রামে ভয়ালপুর বিশ্বনাথ বৌদ্ধবিহারে অনুষ্ঠিত দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২২ অনুষ্ঠানটি বৌদ্ধ কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক বৈদ্যনাথ টপ্যের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কর্মবীর শ্রীমৎ শীলভদ্র মহাথের (অধ্যক্ষ, নবশালবন বৌদ্ধ বিহার ময়নামতি কূমিল্লা, ও প্রধান উপদেষ্টা, উত্তরবঙ্গ আধিবাসী বুদ্ধিষ্ট ফেডারেশন)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জনাব মোঃ খালিদ মেহেদী হাসান পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, উপজেলা সহকারী ভূমি কমিশনার আতিয়া খাতুন, মথরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, বাবুল সিংহ (নির্বাহী সভাপতি উত্তরবঙ্গ আধিবাসী বুদ্ধিষ্ট ফেডারেশন)।
এসময় বৌদ্ধ ধর্মাবলম্বীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।