দক্ষ, কর্মঠ ও সৎ দলনেএী হিসাবে বাকেরগঞ্জে আনসার-ভিডিপির নাসরিন আক্তার  সফলতার শীর্ষে

 

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ

 

দক্ষ ও কর্মী বান্দ্ধব জন সেবায় জনসাধারনের আস্হা অর্জন কারী আনসার ভিডিপির দল নেএী হিসাবে  বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডের নাসরিন আক্তার এক ধাপ এগিয়ে।

 

বিভিন্ন  প্রতিকূল অবস্থার মধ্যে  মানব সেবায়  তার দলের নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে করোনাকালীন সময়ে যখন মানুষ যার,যার ব্যক্তিগত সেবায় নিয়োজিত তখন নাসরিন আক্তার করোনা আক্রান্ত রোগী সহ সাধারন মানুষের  সেবায় নিজেকে নিয়োজিত  রেখে কুড়িয়েছেন প্রশংসা। রাষ্টীয় বিভিন্ন প্রোগ্রাম ও জাতীয় দিবসে ও উৎসবে তার নেতৃত্বে অংশগ্রহন চোখে পড়ার মত। ইতিমধ্যে যোগ্য নেত্রী হিসাবে সকলের মন জয় করেছেন।

 

সর্বশেষ গত ২৪/১০/২০২২ ইং তারিখ রাতে যখন প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিএাং এর ভয়ে সবাই ভীত তখন তিনি ঝর বৃষ্টি উপেক্ষা করে  বন্যা কবলিত এলাকা পৌরসভাসহ ভরপাশা ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ঘুরে  দুঃস্ত অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন।

 

তার মাধ্যমে অনেকে যুব মহিলা বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ নিয়া আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী  হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দলপতি দলনেত্রী কমান্ডার সহ ২৬ জনকে চাকরি দেওয়ার সহযোগিতা করেছেন, ঐ সকল সদস্যরা নিজেদের অর্থায়নে ট্রেনিং নিয়ে চাকরিতে যোগদান করেন, নাসরিন জানায়, বাকেরগঞ্জ উপজেলা মহিলা প্লাটুন কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করে, নাসরিন ২০১৬ সালে ওয়ার্ড দলনেত্রী হিসেবে যোগদান করেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আনসার-ভিডিপির নাসরিন আক্তার
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ