বদলগাছীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
সৈকত সোবাহান, প্রতিনিধি বদলগাছী (নওগাঁ):
“কমিউনিটি পুলিশিং এর মূল মন্ত্র, শান্তি -শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় বদলগাছী থানা পুলিশের আয়োজনে থানা থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বদলগাছী থানা চত্বর থেকে বের হয়ে বদলগাছী চারমাথা প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার আতিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বদলগাছী কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দীন এফএফ, রহিম উদ্দীন দেওয়ান, বদলগাছী ওসি(তদন্ত) রায়হান হোসেন।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পরিষদের সাধারণ সদস্য রাহেলা চৌধুরী (টফি), উপজেলা যুব লীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমার মন্ডল, বদলগাছী প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ, সাংবাদিক সংস্থা বদলগাছী’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ইভটিজিং, মাদক, সন্ত্রাস নির্মূলের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশের পদক্ষেপের সাথে জনগনকে সচেতন থাকার আহ্বান জানান। বক্তারা বলেন, পুলিশের পাশাপাশি জনতার সচেতনতাই সাম্প্রদায়িক বিশৃঙ্খলাকারীদের অপ্রচেষ্টা রোধ করতে পারে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যেকোনও বিশৃঙ্খলা কিংবা আইন অমান্যের ঘটনা ঘটলে সবার আগে পুলিশের শরণাপন্ন হতে হবে, সঠিক তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে। মনে রাখবেন পুলিশই জনতা জনতাই পুলিশ।
কমিউনিটি পুলিশিং ডে সভায় থানার অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইউপি সদস্যগণ, ঈমাম ও ব্যবসায়ী, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।