সারিয়াকান্দিতে অপহরণের হাত থেকে রক্ষা পেল শিশু জুনায়েদ, আটক ১

পলাশ মন্ডল, সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধিঃ

 

বগুড়ার সারিয়াকান্দিতে অপহরণের হাত থেকে রক্ষা পেল শিশু হাবিব হাসান(৬) ওরফে জুনায়েদ। সে পৌর এলাকার বাগবের গ্রামের আরিফুল ইসলামের ছেলে। অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলাম সুমন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত সুমন কালিতলা ঘাট এলাকায় ভাড়া বাসায় থাকে একটি হোটেলে কাজ করে। সে গাবতলী উপজেলার গোলাবাড়ী রানীরপাড়ার বাবলু মিয়ার ছেলে।

 

জানা গেছে, সন্ধ্যায় একজন মহিলা তার ছাগল খুঁজতে গিয়ে শিশু জুনায়েদকে বাগবের শ্মশানঘাঁটি রাস্তার মসজিদের পাশে পরিত্যক্ত জায়গায় হাত পা ও মুখ বাঁধা অবস্থায় দেখে বাড়িতে খবর দেয়। জুনায়েদ তার পিতা মাতা ও এলাকাবাসীকে জানায় সুমন তাকে জোর করে হাত, পা ও মুখ বেঁধে সেখানে রেখে গেছে।

 

শিশু অপহরণের ঘটনায় বাগবের গ্রামসহ আশেপাশের এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে জুনায়েদের মা বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা দায়ের করেন। আসামি রবিউল ইসলাম সুমনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অপহরণ
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ